প্রারম্ভিক মূলধন

প্রারম্ভিক মুলধন কি?
মালিক ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার সময় যে সকল সম্পদ প্রদান করে থাকে তাকে প্রারম্ভিক মূলধন বলে।
এছাড়া হিসাব বছরের প্রথম দিনে ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকের যে সকল সম্পদ বা দাবি থাকে তাকে প্রারম্ভিক মূলধন বলে
নোটঃ ভবিষ্যতে আর্থিক সুবিধা পেতে বিনিয়োজিত সম্পদকে মূলধন বলা হয়। যেমনঃ নগদ টাকা, আসবাবপত্র, মেশিনারিজ, মেধা ও মনন, ইত্যাদি।
প্রারম্ভিক মূলধন কয়টি টি ক্ষেত্রে হতে পারে?
প্রারম্ভিক মূলধন ২ টি ক্ষেত্রে হতে পারে
ক. নতুন ব্যবসায় এর ক্ষেত্রে
খ. চলমান ব্যবসায় এর ক্ষেত্রে
ক.'ব্যবসায় শুরু' এর ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন নির্ণয়য়ের নিয়ম
প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক সম্পদ - প্রারম্ভিক দায়
বিকল্প উপায়ে শুধু মাত্র মালিক যা কিছু ব্যবসায় এ নিয়ে আসে তা যোগ করে দিলেও প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়। এক্ষেত্রে দায় বাদ না দিয়ে সমাধান করলেও হবে কারণ নতুন ব্যবসায় দায় শুধুমাত্র ঋণ বা ব্যাংক ঋণ, যা মালিকের নয়।
প্রারম্ভিক মূলধন = মালিক কর্তৃক নগদ টাকা আনয়ন + স্থায়ী সম্পদ আনয়ন + পণ্য দ্রব্য আনয়ন
খেয়াল রাখতে হবে নতুন ব্যবসায় ঋণ নিলে সম্পদ ও দায় দুটোই সমপরিমাণে বাড়ে তাই ঋণ অন্তর্ভুক্ত করলেও ফলাফল একই আসবে।
উদাহরণ: আসবাবপত্র ১০,০০০ টাকা, নগদ ২০,০০০ টাকা, পণ্যদ্রব্য ৩০,০০০ টাকা ও ঋণ ২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হল।
সমাধান: ১
প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক সম্পদ - প্রারম্ভিক দায়
= (১০,০০০ + ৪০,০০০(মালিকের + ঋণ) + ৩০,০০০) - ২০,০০০
= ৮০,০০০ - ২০,০০০
= ৬০,০০০
সমাধান: ২
প্রারম্ভিক মূলধন = মালিক কর্তৃক নগদ টাকা আনয়ন + স্থায়ী সম্পদ আনয়ন + পণ্য দ্রব্য আনয়ন (মালিক যা কিছু নিয়ে ব্যবসায় শুরু করে)
= ১০,০০০ + ২০,০০০ + ৩০,০০০
= ৬০,০০০
খ.'হিসাবের জের/ উদ্বৃত্ত' এর ক্ষেত্রে ব্যবসায় এর ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন নির্ণয়য়ের নিয়ম
প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক সম্পদ - প্রারম্ভিক দায়
চলমান ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সম্পদ থেকে দায় বিয়োগ করলে বের হবে প্রতিষ্ঠানের মূলধন।
প্রশ্ন এ ক্ষেত্রে ব্যবসায়ের বিগত বছরের ও উদ্বৃত্ত/জের দেয়া থাকে।
উদাহরণ: আসবাবপত্র ১০,০০০ টাকা, নগদ ২০,০০০ টাকা, পণ্যদ্রব্য ৩০,০০০ টাকা ও ঋণ ২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হল।
সমাধান: ১
প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক সম্পদ - প্রারম্ভিক দায়
= (১০,০০০ + ২০,০০০ + ৩০,০০০) - ২০,০০০
= ৬০,০০০ - ২০,০০০
= ৪০,০০০
প্রারম্ভিক মূলধন এর জাবেদা দেখুন এই পোস্টে: প্রারম্ভিক জাবেদা
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url