রেওয়ামিলে কি কি এন্ট্রি বা হিসাব আসবে না?
১. সমাপনী মজুদ পণ্য বা অবিক্রিত পণ্য।
২. প্রারম্ভিক সম্পদ সমুহঃ প্রা. হাতে নগদ, প্রা. ব্যাংক জমা, প্রা. দেনাদার।
২. প্রারম্ভিক সম্পদ ও দায় সমুহঃ প্রা. ব্যাংক জমাতিরিক্ত, প্রা. পাওানাদার,।
৩. সম্ভাব্য দায়: (যেমন, বিচারাধীন মামলার কারণে সৃষ্ট দায়)
৪. সম্ভাব্য সম্পদ: (যেমন, বিমা দাবি)
বিশেষ দ্রষ্টব্যঃ প্রশ্নে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকলে সমাপনি মজুদ আসবে এবং তখন প্রারম্ভিক মজুদ আসবে না। বিষয়টিকে সহজে মনে রাখতেঃ
ক্রয় > প্রারম্ভিক মজুদ আসবে । সমাপনি মজুদ আসবে না
সমন্বিত ক্রয় > সমাপনি মজুদ আসবে । প্রারম্ভিক মজুদ আসবে না
সংক্ষেপে, রেওয়ামিলে শুধুমাত্র সেইসব হিসাবগুলো অন্তর্ভুক্ত হয় যেগুলো খতিয়ানের জের থেকে সরাসরি পাওয়া যায় এবং যেগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করা প্রয়োজন। কিন্তু উপরে উল্লেখিত হিসাবগুলো রেওয়ামিলের বাইরে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় সমন্বয় করা হয়। তাই এইগুলা রেওয়ামিলে আসে না।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url