মোট মুনাফা নির্ণয় এর নিয়ম | বিশদ আয় বিবরণী

 

মোট মুনাফা কি?

প্রতিষ্ঠানের সারা বছরের নিট বিক্রয় থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাই হল মোট মুনাফা।

মোট মুনাফার সুত্রঃ

মোট মুনাফা = নিট বিক্রয় - বিক্রীত পণ্যের ব্যয়

নিট বিক্রয় কি?

নগদ, ধারে, লিখিত ও অলিখিত সকল বিক্রয় যোগ করে ফেরত ও ভ্যাট বাদ দিয়ে যে বিক্রয় পাওয়া যায় তাকে নিট বিক্রয় বলে।

নিট বিক্রয় নির্ণয়ঃ

বিক্রয়
+ অলিখিত বিক্রয়
+ ধারে বিক্রয়
- বিক্রয় ফেরত
- বিক্রয় বাট্টা
        = নিট বিক্রয়

বিক্রিত পণ্যের ব্যয় কি?

কোন প্রতিষ্ঠান নির্দিষ্ট হিসাব কালে মোট যে পরিমাণ পণ্য বিক্রয় করেছে তার জন্য মোট যত টাকা ব্যয় হয়েছে তাই হল বিক্রিত পণ্যের ব্যয়।

বিশেষ দ্রষ্টব্যঃ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের আগে আমাদের নিট ক্রয় নির্ণয় জেনে নিতে হবে।

নিট ক্রয় কি?

নগদ, ধারে, লিখিত ও অলিখিত সকল ক্রয় যোগ করে ফেরত, ভ্যাট, আগুনে বিনষ্ট পণ্য, পণ্য উত্তোলন ও ক্রয় ভ্যাট বাদ দিয়ে যে ক্রয় পাওয়া যায় তাকে নিট ক্রয় বলে।

নিট ক্রয় নির্ণয়ের সুত্রঃ

ক্রয়
+ অলিখিত ক্রয়
+ ধারে ক্রয়
- ক্রয় ফেরত
- ক্রয় বাট্টা
- বিনষ্ট পণ্য
- পণ্য উত্তোলন
- ক্রয় ভ্যাট
        = নিট ক্রয়

বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্রঃ

প্রারম্ভিক মজুদ পণ্য
নিট ক্রয়
জাহাজ ভাড়া
ডক চার্জ
বন্দর চার্জ
আমদানি শুল্ক/ শুল্ক
ক্রয় পরিবহন/ আন্ত: পরিবহন/ পরিবহন
মজুরি
    যোগফল 
    বাদ: সমাপনী মজুদ পণ্য
        = বিক্রীত পণ্যের ব্যয়

বিকল্প নিয়মে বিক্রিত পণ্যের ব্যয়ঃ 

প্রশ্নে মোট মুনাফা দেয়া থাকলে এই বিকল্প নিয়মে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা যায়। MCQ উপযোগী

বিক্রয়
বাদঃ মোট মুনাফা
= বিক্রীত পণ্যের ব্যয়








পরবর্তী পোস্ট দেখুন



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬