হিসাব বিজ্ঞান পরিচিতি

হিসাব বিজ্ঞান পরিচিতি || হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানের অপর নাম কি? হিসাব বিজ্ঞানের জনক কে? হিসাব বিজ্ঞানের আদি বই কোনটি?

হিসাব বিজ্ঞান কি?

কোনো আর্থিক প্রতিষ্ঠানের যাবতীয় সকল লেনদেন হিসাব বইতে সঠিকভাবে লেখা, সংরক্ষণ ও নির্দিষ্ট সময় পর বিশ্লেষণ করে আর্থিক প্রতিবেদন তৈরি ও উপস্থাপন করতে পারার জ্ঞানকে হিসাব বিজ্ঞান বলা হয়।

হিসাব বিজ্ঞানের অপর নাম কি?

হিসাব বিজ্ঞানের অপর নামগুল হলঃ
১. হিসাববিজ্ঞানকে ইংরেজিতে Accounting বা bookkeeping বলা হয়।
২. হিসাববিজ্ঞানকে “ব্যবসায়ের ভাষা” বলা হয়।
৩. হিসাববিজ্ঞানকে একটি “তথ্যব্যথা” (Information System) নামেও অভিহিত করা হয়।

হিসাব বিজ্ঞানের জনক কে?

হিসাব বিজ্ঞানের জনক ‘’লুকা প্যাসিওলি’’। পুরো নাম “ফ্রা লুকা বার্তোলোমিয়ো দি প্যাসিওলি।”

তিনি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ ও পাদ্রী । তিনি লেওনার্দো দা ভিঞ্চির বন্ধু ও গণিত শিক্ষক ছিলেন এবং হিসাববিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁকে “হিসাববিজ্ঞান ও হিসাবরক্ষণের পিতা” নামে ডাকা হয়।

হিসাব বিজ্ঞানের আদি বই কোনটি?

‘সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনি য়েট প্রপোরশনালিটা’

১৪৯৪ খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি আধুনিক হিসাব বিজ্ঞানের মূলনীতি “দুতরফা দাখিলা (Double Entry)” পদ্ধতি ব্যাখ্যা করে বইটি লিখেন ।

আপনি কি আজকের হিসাব বিজ্ঞান এর ইতিহাস জানেন?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url