লেনদেন || Transaction
লেনদেন কি? লেনদেন কাকে বলে? লেনদেন ইংরেজী প্রতিশব্দ কি? আর্থিক লেনদেন কি? লেনদেনের উৎস কি? সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয় কেনো? লেনদেনের পক্ষ কয়টি ও কি কি? লেনদেনের বৈশিষ্ট্য কি কি? লেনদেন কয় প্রকার ও কি কি?

লেনদেন কি?
হিসাবের মূল বা মৌলিক উপাদান লেনদেন । লেনদেন অর্থ নেয়া-দেয়া / গ্রহণ-দান / আদান-প্রদান / নেওয়া-দেওয়া ।
লেনদেন কাকে বলে?
সাধারণত কোনো কিছু দেওয়া বা নেওয়াই হলো লেনদেন তবে ব্যবসায়ের দৃষ্টিতে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনার মাধ্যমে কারবার/ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ঐ ঘটনাকে লেনদেন বলে।
ভোক্তারা টাকা দিয়ে পণ্য বা সেবা নেন এবং ব্যবসায়ীরা সেবা বা পণ্য দিয়ে টাকা নেন।
লেনদেন ইংরেজী প্রতিশব্দ কি?
লেনদেন ইংরেজী প্রতিশব্দ হলো “Transaction”।
আর্থিক লেনদেন কি?
হিসাববিজ্ঞানের ভাষায় ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে কোনো পণ্য বা সেবা আদান-প্রদান কে লেনদেন বলা হয়। যার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার (সম্পদ=দায়+মালিকানা স্বত্ব)পরিবর্তন হয়।
লেনদেনের উৎস কি?
সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয় কেনো?
যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেগুলোই লেনদেন। অন্যদিকে যেসকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না সেগুলোকে লেনদেন বলা যাবে না। তাই বলা যায়, "সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়।"

লেনদেনের পক্ষ কয়টি ও কি কি?
১. অপর পক্ষ সুবিধা গ্রহণ করে > ডেবিট
২. এক পক্ষ সুবিধা প্রদান করে > ক্রেডিট
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url