লেনদেন কিনা কারণ সহ লিখ
হিসাব বিজ্ঞানের সকল অংকের মূল উপাদান হলো লেনদেন।
ব্যবসায় প্রতিষ্ঠানের অসংখ্য ঘটনার মাঝে কোন গুলো লেনদেন তা চিনতে পারা খুবই গুরুত্বপূর্ন।
ssc লেভেল এ হিসাব বিজ্ঞান বোর্ড পরীক্ষায় ঘটনা থেকে লেনদেন কিনা তার কারণ সহ অংক আসে।
এই অংকের জন্য যেরকম প্রশ্ন আসে
লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারন সহ ব্যাখ্যা করলেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারন সহ ব্যাখ্যা দাও
লেনদেন কিনা কারণ সহ লিখ
লেনদেন কিনা কারন্ সহ ব্যাখ্যা কর
লেনদেন কিনা ব্যাখ্যা করার ছক

লেনদেন কিনা কারণ সহ শিখতে আমাদের যা জানতে হবে:
১. লেনদেন এর বৈশিষ্ট্য
লেনদেন এর বৈশিষ্ট্য গুলো হল:১. আর্থিক অবস্থার পরিবর্তন।
ক. পরিমাণগত বা নিট পরিবর্তন।
খ. কাঠামোগত বা গুনগত পরিবর্তন।
২. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য।
৩. দ্বৈতসত্তা বা দুটি পক্ষ।
৪. স্বয়ংসম্পূর্ণতা ও স্বতন্ত্রতা।
৫. লেনদেনের দৃশ্যমানতা।
৬. ঐতিহাসিক ঘটনা।
৭. হিসাব সমীকরণে প্রভাব ফেলা। এটি খুবই গুরুত্বপূর্ণ
২. হিসাব সমীকরণ
যে সমীকরণের মাধ্যমে প্রতিটি লেনদেন সঠিক ভাবে ব্যাক্ষা করা যায় তাকে হিসাব সমীকরণ বলে
হিসাব সমীকরণ
হিসাব সমীকরণ
সম্পদ=দায়+মালিকানা স্বত্ব
A=L+OE
A=L+C+R-Ex-D
L= Liabilities (দায়)
OE = Owner's Equity (মালিকানা স্বত্ত্ব)
C= Capital (মূলধন)
R = Revenue (আয়)
Ex= Expenses (খরচ)
D= Drawing (উত্তোলন)
৩. হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন হয়?
হিসাব সমীকরণ হল : সম্পদ = দায় + মালিকানা স্বত্ব
লেনদেন এর ফলে এই সমীকরণে যেসকল পরিবর্তন হতে পারে তা হল:
১. সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে।
২. সম্পদ কমলে পেলে মালিকানা সত্ত্ব কমবে।
৩. দায় বৃদ্ধি পেলে মালিকানা কমবে।
৪. দায় কমলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে।
৫. একটি সম্পদ কমলে অপর একটি সম্পদ বৃদ্ধি পাবে।
৬. মালিকানা স্বত্ব এবার বাড়লে আরেকবার কমবে
৪. পোস্টিং এর নিয়ম
১. প্রথমে প্রশ্নটি ভালোভাবে পরে বুঝতে হবে ঘটনাটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করেছে কিনা?
২. দ্বিতীয়ত বুঝতে হবে লেনদেনের ফলে হিসাব সমীকরণে কোন কোন উপাদান এর পরিবর্তন হয়েছে?
৩. যেসকল উপাদান এর পরিবর্তন হয়েছে সেগুলোর কোনটি বৃদ্ধি পেয়েছে এবং কোনটি হ্রাস পেয়েছে?
৪. এবারে উপরের ছক অনুযায়ী ছক আঁকতে হবে।
৫. ঘটনাটি লেনদেন হলে তারিখ/ক্রমিক এর ঘরে প্রশ্নে যা দেয়া থাকবে তা দিতে হবে এবং লেনদেন কিনা এর ঘরে লেনদেন লিখতে হবে।
৬. এর পর কারন এর ঘরে ঘটনাটি লিখে যেসকল উপাদান হ্রাস ও বৃদ্ধি পেয়েছে সেগুলো লিখতে হবে।
এভাবে উত্তর শেষ করতে হবে।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url