মোট মুনাফা কি? মোট মুনাফা নির্ণয় এর নিয়ম | বিশদ আয় বিবরণী | Gross profit

মোট মুনাফা - বিশদ আয় বিবরণী | Gross profit - Financial Statement

নিট বিক্রয় থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাই হল মোট মুনাফা।
মোট মুনাফা = নিট বিক্রয় - বিক্রীত পণ্যের ব্যয়










পরবর্তী পোস্ট দেখুন


সংজ্ঞা:
কোন প্রতিষ্ঠান নির্দিষ্ট হিসাব কালে মোট যে পরিমাণ পণ্য বিক্রয় করেছে তাই হল বিক্রিত পণ্যের ব্যয়।
ব্যাখ্যা:
লাভ বা ক্ষতি নির্ণয় করতে হলে প্রতিষ্ঠান মোট কত টাকার পণ্য বিক্রয় করেছে তা নির্ণয় করতে হয়।
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র:
প্রারম্ভিক মজুদ পণ্য
নিট ক্রয়
জাহাজ ভাড়া
ডক চার্জ
বন্দর চার্জ
আমদানি শুল্ক/ শুল্ক
ক্রয় পরিবহন/ আন্ত: পরিবহন/ পরিবহন
মজুরি
বাদ: সমাপনী মজুদ পণ্য
= বিক্রীত পণ্যের ব্যয়
বিকল্প নিয়ম: 
সরাসরি বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিয়েও বিক্রীত পণ্যের ব্যয় বের করা যায়। যেমনঃ
বিক্রয়
বাদঃ মোট মুনাফা
= বিক্রীত পণ্যের ব্যয়

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url