চালান Invoice

চালান কি? চালান কে প্রস্তুত করে? চালান কয় প্রকার ও কি কি? বিক্রয় শর্ত কি? চালান প্রস্তুতের নিয়ম?

চালান কি?

বাকিতে পণ্য ক্রয় বিক্রয় এর জন্যে যে প্রমাণ পত্র ব্যবহার করা হয় তাকে চালান বলে।

চালান কে প্রস্তুত করে?

চালান বিক্রেতা তৈরি করে। এটি দুই কপি তৈরি করা হয়।

চালান কয় প্রকার ও কি কি?

চালান দুই প্রকার । যথা:

আন্তঃ চালান: ক্রেতার কপি।
বহিঃ চালান: বিক্রেতার কপি।

বিক্রয় শর্ত কি?

বিক্রেতা ক্রেতার থেকে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য বাট্টা ঘোষণা করে যে শর্ত দেয় তাকে বিক্রয় শর্ত বলে। যেমন:

"২/১০, নিট ৩০।"

"২/১০" এর অর্থ হলো বিক্রয়ের তারিখ হতে ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করলে ২% নগদ বাট্টা দেয়া হবে এবং "নিট ৩০" এর অর্থ হলো ৩০ দিনের মধ্যে পাওনা টাকা পরিশোধ করতে হবে।

চালান এর নমুনা


চালান প্রস্তুতের নিয়ম?

এটি আকা একদমই সহজ 
১. উপরের নমুনা ছকের মত একটি ছক আঁকতে হবে।
২. "ক কোম্পানি" এর জায়গায় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।
৩. চালান নং প্রশ্নের যা দেয়া থাকবে তাই দিতে হবে। না দেয়া থাকলে খালি থাকবে।
৪. ক্রেতার নাম ও ঠিকানা প্রশ্নের লেনদেন অনুযায়ী দিতে হবে।
৫. তারিখ দিতে হবে প্রশ্ন অনুযায়ী।
৬. বিক্রয় শর্ত দেয়া থাকলে দিতে হবে। না দেয়া থাকলে বিক্রয় শর্ত লাইক খালি রাখতে হবে।
৭. বি দ্রঃ নমুনা ছকের মত দিতে হবে।
৮. বিক্রেতার স্বাক্ষর লিখে খালি রাখতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url