ডেবিট-ক্রেডিট নির্ণয়ের নিয়ম
ডেবিট (Debit) মানে সুবিধা গ্রহীতা
ক্রেডিট (Credit) মানে সুবিধা দাতা

ডেবিট-ক্রেডিট নির্ণয়ের ধাপ
১. ডেবিট ক্রেডিট নির্ণয়য়ের ছক আকা।
২. প্রথমে প্রতিটি লেনদেন থেকে দুটি হিসাব নির্ণয় করতে হয়। এজন্য হিসাবের নাম জানতে হয়।
৩. এরপর হিসাবের নাম দুটির শ্রেণী নির্ণয় করতে হবে।
২. প্রথমে প্রতিটি লেনদেন থেকে দুটি হিসাব নির্ণয় করতে হয়। এজন্য হিসাবের নাম জানতে হয়।
৩. এরপর হিসাবের নাম দুটির শ্রেণী নির্ণয় করতে হবে।
হিসাবের শ্রেণীঃ হিসাব ৫ প্রকার। যেমন: ১. ব্যয় ২. সম্পদ ৩. আয় ৪. দায় ৫. মালিকানা সত্ত্ব।
৪. তারপর তা হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে তা নির্ণয় করতে হবে।
ব্যয়, সম্পদ শ্রেণির ডেবিট-ক্রেডিট নির্ণয়
বৃদ্ধি পেলে ডেবিটহ্রাস পেলে ক্রেডিট
আয়, দায়, মালিকানা স্বত্ব শ্রেণির ডেবিট-ক্রেডিট নির্ণয়
হ্রাস পেলে ডেবিটবৃদ্ধি পেলে ক্রেডিট
'বস আদম' এর সাহায্যে সহজেই ডেবিট-ক্রেডিট নির্নয়ঃ
বস = ব্যয় + সম্পদ *ব্যয়, সম্পদ শ্রেণির সকল হিসাব
বৃদ্ধি পেলে ডেবিটহ্রাস পেলে ক্রেডিট
আদম = আয় + দায় + মালিকানা স্বত্ব *আয়, দায়, মালিকানা স্বত্ব শ্রেণির হিসাব উল্টা অর্থাৎ
হ্রাস পেলে ডেবিটবৃদ্ধি পেলে ক্রেডিট
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url