হিসাব বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন ssc 2026/2027
অধ্যায় ১: হিসাব বিজ্ঞান পরিচিতি
১. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?
২. হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্যটি ব্যাখ্যা করো।
৩. সরকার বা রাষ্ট্রের প্রতি হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো।
৪. ঋণ প্রদানকারীর জন্য ব্যবসায়ের হিসাব তথ্য যাচাই কেন গুরুত্বপূর্ণ?
৫. ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো।
অধ্যায় ২: লেনদেন
১. লেনদেন বলতে কী বুঝায়?
২. হিসাব সমীকরণ কী? ব্যাখ্যা করো।
৩. লেনদেনের দ্বৈতস্বত্বা বলতে কী বুঝায়?
৪. মালিকানা স্বত্ব বলতে কী বুঝায়?
৫. ডেবিট নোট কী? ব্যাখ্যা করো।
অধ্যায় ৩: দুতরফা দাখিলা পদ্ধতি
১. দু'তরফা দাখিলা পদ্ধতির মূলনীতিটি ব্যাখ্যা করো।
২. বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়ম ব্যাখ্যা করো।
৩. হিসাব চক্র কী? ব্যাখ্যা করো।
৪. একতরফা দাখিলা পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
৫. কার্যপত্র কেন প্রস্তুত করা হয়?
অধ্যায় ৪: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
১. মূলধন জাতীয় ব্যয় বলতে কী বুঝায়?
২. উদাহরণসহ মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের সম্পর্ক ব্যাখ্যা করো।
৩. উদাহরণসহ মুনাফা জাতীয় প্রদান ও ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো।
৪. আর্থিক বিবরণী প্রস্তুতে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব ব্যাখ্যা করো।
৫. উদাহরণসহ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করো।
অধ্যায় ৫: হিসাব
১. হিসাব কেন প্রস্তুত করা হয়?
২. জের নির্ণয়ের ক্ষেত্রে T ছক ও চলমান জের ছকের পার্থক্য ব্যাখ্যা করো।
৩. 'প্রতিটি লেনদেন দ্বারা অন্তত দুটি হিসাবখাত প্রভাবিত হয়'- ব্যাখ্যা করো।
৪. হিসাবের উদ্বৃত্ত কীভাবে নির্ণয় করা হয়?
অধ্যায় ৬: জাবেদা
১. জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন?
২. জাবেদার শ্রেণিবিভাগ ছকের সাহায্যে দেখাও।
৩. জাবেদার গুরুত্ব ব্যাখ্যা করো।
৪. উদাহরণসহ সমন্বয় জাবেদা ব্যাখ্যা করো।
৫. কারবারি বাট্টা ও নগদ বাট্টা বলতে কী বুঝায়?
অধ্যায় ৭: খতিয়ান
১. খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন?
২. জাবেদা ও খতিয়ানের পার্থক্য লিখ।
৩. খতিয়ান প্রস্তুতকরণের ১ম ধাপটি ব্যাখ্যা করো।
৪. ডেবিট ব্যালেন্স বলতে কী বুঝায়?
৫. সহকারী খতিয়ান কী? উদাহরণসহ ব্যাখ্যা করো।
অধ্যায় ৮: নগদান বই
১. নগদান বইয়ের বৈশিষ্ট্য লেখ।
২. ব্যাবসায়িক সিদ্ধান্ত গ্রহণে নগদান বইয়ের গুরুত্ব ব্যাখ্যা করো।
৩ কন্ট্রা দাখিলা কীভাবে হিসাবভূক্ত করা হয়?
৪. নগদ প্রাপ্তি জাবেদা কেন প্রস্তুত করা হয়?
৫. ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয়?
অধ্যায় ৯: রেওয়ামিল
১. রেওয়ামিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্যটি ব্যাখ্যা করো।
২. সমন্বিত ক্রয়ের সূত্রটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
৩. নীতিগত ভুল কী? উদাহরণসহ ব্যাখ্যা করো।
৪. পরিপূরক ভুল কী? উদাহরণসহ ব্যাখ্যা করো।
৫. অনিশ্চিত হিসাব কী? ব্যাখ্যা করো।
অধ্যায় ১০: আর্থিক বিবরণী
১. আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়?
২. বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য বর্ণনা করো।
৩. অবচয় কী? আর্থিক বিবরণীতে কীভাবে হিসাবভুক্ত করা হয়?
৪. আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ ও দায় সাজানোর পদ্ধতিসমূহ বর্ণনা করো।
৫. আর্থিক বিবরণী প্রস্তুতকরণে রক্ষণশীলতার নীতিটি ব্যাখ্যা করো।
৬. চলতি অনুপাত কী?
৭. তারল্য অনুপাতের সূত্রটি ব্যাখ্যা করো।
অধ্যায় ১১: উৎপাদন ব্যয়, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য
১. ক্রয়মূল্য বলতে কী বুঝায়?
২. উৎপাদন ব্যয় কী?
৩. পরোক্ষ কাঁচামাল কী? ব্যাখ্যা করো।
৪. উপরিব্যয় কী?
৫. রূপান্তর ব্যয় বলতে কী বুঝায়?
৬. উৎপাদন ব্যয় বিবরণী বলতে কী বুঝায়?
অধ্যায় ১২: পারিবারিক ও আত্মকর্মসংস্থান এর হিসাব
১. পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য লেখ।
২. পারিবারিক বাজেট কী? ব্যাখ্যা করো।
৩. পারিবারিক প্রাপ্তি-প্রদান হিসাব কীভাবে প্রস্তুত করা হয়?
৪. প্রাপ্তি-প্রদান হিসাব হতে আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের নিয়ম লেখ।
৫. পারিবারিক তহবিল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url