হিসাববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন
SSC 2026 Suggestion Accounting Short Question
অধ্যায়ঃ ২ লেনদেন
প্রশ্ন
১। ক্রেডিট ভাউচার বলতে কী বোঝ?
প্রশ্ন
২। লেনদেনের দ্বৈতসত্তা কাকে বলে?
প্রশ্ন
৩। চালান কাকে বলে?
প্রশ্ন
৪। "লেনদেন হতে হলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে যু দাও।
প্রশ্ন
৫। ডেবিট নোট কখন প্রস্তুত করা হয়?
প্রশ্ন
৬। মালিকানাস্বত্ব কী?
প্রশ্ন
৭। হিসাব সমীকরণ ব্যাখ্যা কর।
প্রশ্ন
৮। ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু কেন লেনদেন নয়? ব্যাখ্যা কর।
প্রশ্ন
৯। হিসাব সমীকরণের বর্ধিত রূপটি লেখ।
প্রশ্ন
১০। লেনদেন বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
প্রশ্ন
১১। নগদে পণ্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দলিল কোনটি? ব্যাখ্যা কর।
প্রশ্ন
১২। ক্রেডিট নোট কী? ব্যাখ্যা কর।
প্রশ্ন
১৩। প্রত্যেক লেনদেনই ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয় যুক্তি দাও।
প্রশ্ন
১৪। ক্যাশমেমো লেনদেনের একটি প্রমাণপত্র- ব্যাখ্যা কর।
প্রশ্ন
১৫। আর্থিক অবস্থার পরিবর্তন লেনদেনের একটি বৈশিষ্ট্য? ব্যাখ্যা কর।
প্রশ্ন
১৬। ধারে পণ্য বিক্রয় কোন ধরনের লেনদেন?
অধ্যায়ঃ ৩ দুতরফা দাখিলা
প্রশ্ন
১। হিসাব চক্র বলতে কী বোঝ?
প্রশ্ন
২। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ/ক্ষতি নির্ণয়ের নিয়ম লেখ।
প্রশ্ন
৩। দু'তরফা দাখিলা পদ্ধতিকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা হয় কেন?
প্রশ্ন
৪। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্যগুলো কী কী?
প্রশ্ন
৫। দুতরফা দাখিলা পদ্ধতিকে সর্বজনীন স্বীকৃত পদ্ধতি বলা হয় কেন?
প্রশ্ন
৬। একতরফা দাখিলা পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা কর।
প্রশ্ন
৭। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিটি ব্যাখ্যা কর।
প্রশ্ন
৮। দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট-ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলি লেখ।
প্রশ্ন
৯। দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে?
প্রশ্ন
১০। কার্যপত্র বলতে কী বোঝ?
প্রশ্ন
১১। দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বইয়ের ধারণা দাও।
প্রশ্ন
১২। 'একতরফা দাখিলা পদ্ধতিকে' ত্রুটিপূর্ণ পদ্ধতি বলা হয় কেন?
অধ্যায়ঃ ৪ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
প্রশ্ন
১। বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কাকে বলে?
প্রশ্ন
২। কেন আসবাবপত্র ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের নিকট আসবাবপত্র ক্রয় মুনাফাজাতীয়
ব্যয়?
প্রশ্ন ৩। মুনাফাজাতীয় প্রাপ্তি ও মুনাফাজাতীয় আয়ের পার্থক্য কী?
প্রশ্ন
৪। মুনাফাজাতীয় প্রাপ্তি ও
মুনাফাজাতীয় আয় এক নয়- ব্যাখ্যা কর।
প্রশ্ন
৫। ঋণ গ্রহণ কেন মূলধনজাতীয় প্রাপ্তি?
প্রশ্ন
৬। মুনাফাজাতীয় প্রদান এবং ব্যয় বলতে কী বোঝায়?
প্রশ্ন
৭। মূলধনজাতীয় আয় বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
প্রশ্ন
৮। মূলধনজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় ব্যয়ের ২টি পার্থক্য লেখ।
প্রশ্ন
৯। "মূলধনজাতীয় আয় মূলধনজাতীয় প্রাপ্তিরই একটি অংশ"- ব্যাখ্যা কর।
প্রশ্ন
১০। ব্যবসায়ে মূলধন আনয়ন মূলধনজাতীয় প্রাপ্তি কেন? ব্যাখ্যা কর।
অধ্যায়ঃ ৬ জাবেদা
প্রশ্ন
১। বিশেষ জাবেদা কত প্রকার ও কী কী?
প্রশ্ন
২। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা
হয় কেন?
প্রশ্ন
৩। নগদ বাট্টা কীভাবে লিপিবন্ধ হয়?
প্রশ্ন
৪। নগদ বাট্টা ও কারবারি বাট্টা উদাহরণসহ বুঝিয়ে লেখ।
প্রশ্ন
৫। বাট্টার প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন
৬। বিক্রয় শর্ত বলতে কী বোঝ?
প্রশ্ন
৭। বিক্রয় ফেরত জাবেদা কখন দিতে হয়?
প্রশ্ন
৮। সংশোধনী জাবেদা বলতে কী বোঝ?
প্রশ্ন
৯। কারবারি/ব্যবসায়িক বাট্টা কী? ব্যাখ্যা কর।
প্রশ্ন
১০। জাবেদা কত প্রকার ও কী কী?
প্রশ্ন
১১। প্রারম্ভিক জাবেদা কী?
প্রশ্ন
১২। সমন্বয় দাখিলা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
প্রশ্ন
১৩। বিশেষ জাবেদা কয় ধরনের ও কী কী?
প্রশ্ন
১৪। জাবেদা কীভাবে ভবিষ্যৎ সূত্র হিসেবে কাজ করে? ব্যাখ্যা কর।
প্রশ্ন
১৫। প্রকৃত জাবেদা কী? ব্যাখ্যা কর।
অধ্যায়ঃ ৭ খতিয়ান
প্রশ্ন
১। খতিয়ানকে হিসাবের সকল বইয়ের রাজা বলা হয় কেন?
প্রশ্ন
২। জাবেদা ও খতিয়ানের দুইটি পার্থক্য আলোচনা কর।
প্রশ্ন
৩। সহকারী খতিয়ান বলতে কী বোঝ? মনিপুর উচ্চ
বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
প্রশ্ন
৪। ব্যালেন্স সি/ডি ও ব্যালেন্স বি/ডি বলতে কী বোঝ?
প্রশ্ন
৫। সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ানের দুটি পার্থক্য লেখ।
প্রশ্ন
৬। হিসাবচক্রের কোন ধাপে লেনদেনসমূহকে শ্রেণিবিন্যাস করা হয়? ব্যাখ্যা
প্রশ্ন
৭। খতিয়ান জাবেদা অপেক্ষা গুরুত্বপূর্ণ- বুঝিয়ে লিখ।
প্রশ্ন
৮। হিসাবের ব্যালেন্সিং বলতে কী বোঝায়?
প্রশ্ন
৯। খতিয়ানের তারিখের কলাম কেন গুরুত্বপূর্ণ?
অধ্যায়ঃ ৯ রেওয়ামিল
প্রশ্ন
১। নীতিগত ভুল বলতে কী বোঝায়?
প্রশ্ন
২। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কীসের মাধ্যমে?
প্রশ্ন
৩। অনিশ্চিত হিসাব কী? অনিশ্চিত হিসাব
কেন প্রয়োজন?
প্রশ্ন
৪। সমন্বিত ক্রয় ব্যাখ্যা কর।
প্রশ্ন
৫। সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কেন?
প্রশ্ন
৬। কোন কোন ভুল রেওয়ামিলে ধরা পড়ে না লেখ। মাইলস্টোন কলেজ, ঢাকা।
প্রশ্ন
৭। রেওয়ামিল তৈরির উদ্দেশ্য কী কী?
প্রশ্ন
৮। রেওয়ামিলকে কেন হিসাবের কোনো অংশ মনে করা হয় না? ব্যাখ্যা কর।
প্রশ্ন
৯। মজুদ পণ্য লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হয় কেন? ব্যাখ্যা কর।
প্রশ্ন
১০। হিসাবের সাথে 'প্রদত্ত বা
প্রাপ্ত'
উল্লেখ না থাকলে করণীয় কী?
অধ্যায়ঃ ১০ আর্থিক বিবরণী
প্রশ্ন ১। স্বল্পমেয়াদি দায় কী? উদাহরণসহ লেখ।
প্রশ্ন
২। বিক্রীত পণ্যের ব্যয় বলতে কী বোঝায়?
প্রশ্ন
৩। বিশদ আয় বিবরণী কেন প্রস্তুত করা হয়?
প্রশ্ন
৪। ব্যবসায়িক সত্তা নীতি কী?
প্রশ্ন
৫। চলতি সম্পদ সম্পর্কে লেখ।
প্রশ্ন
৬। আর্থিক বিবরণী প্রস্তুতকরণে রক্ষণশীলতার নীতিটি ব্যাখ্যা কর।
প্রশ্ন
৭। অবচয় বলতে কী বোঝায়?
প্রশ্ন
৮। ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবকাল ধারণাটি ব্যাখ্যা কর।
প্রশ্ন
৯। সম্পদ ও দায়ের শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
প্রশ্ন
১০। সামঞ্জস্যতার নীতি কাকে বলে?
প্রশ্ন
১১। বিশদ আয় বিবরণী কাকে বলে?।
প্রশ্ন
১২। বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর।
প্রশ্ন
১৩। কুঋণ সঞ্চিতির ধারণা দাও।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url