ব্যবসায় উদ্যোগ সংক্ষিপ্ত প্রশ্ন
Bussiness Entrepreneurship Short Question
অধ্যায় ১ ব্যবসায় পরিচিতি
প্রশ্ন ১। কী অর্জনের আশায় ব্যবসায়িরা
অর্থ বিনিয়োগ করে? ব্যাখ্যা
প্রশ্ন ২। বাণিজ্য বলতে কী বোঝায়?
প্রশ্ন ৩। বিনিময় প্রথা বলতে কী বোঝায়?
ব্যাখ্যা কর।
প্রশ্ন ৪। ব্যবসায় টু ব্যবসায় বলতে কী
বোঝায় ব্যাখ্যা কর।
প্রশ্ন ৫। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা
কয়টি পর্যায়ে বিভক্ত করা যায় ও কী কী?
প্রশ্ন ৬। ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখাটি
বর্ণনা কর।
প্রশ্ন ৭। ব্যবসায় পরিবেশ বলতে কী বোঝায়?
প্রশ্ন ৮। উৎপাদনের বাহন কী? ব্যাখ্যা
কর।
প্রশ্ন ৯। শিল্প বলতে কী বোঝায়?
অধ্যায় ২ ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
প্রশ্ন ১। উদ্যোগ ও ব্যাবসায় উদ্যোগের
মধ্যে পার্থক্য কী?
প্রশ্ন ২। সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী
বোঝায়?
প্রশ্ন ৩। উদ্যোগ ও উদ্যোক্তার পার্থক্য
লেখ।
প্রশ্ন ৪। 'যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাই
উদ্যোগ'- ব্যাখ্যা কর।
প্রশ্ন ৫। ব্যবসায়িক ঝুঁকি কি?
প্রশ্ন ৬। উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ
করে আনন্দ পান কেনো?
প্রশ্ন ৭। উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী
বলা যায়- ব্যাখ্যা কর
প্রশ্ন ৮। সফল উদ্যোস্তার বড় বৈশিষ্ট্যটি
ব্যাখ্যা কর।
অধ্যায় ৪ মালিকানার ভিত্তিতে ব্যবসায়
প্রশ্ন ১। কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃত
হলে কোন ধরনের বিলোপসাধন ঘটবে? ব্যাখ্যা কর।
প্রশ্ন ২। শেয়ার কী?
প্রশ্ন ৩। 'চিরন্তন অস্তিত্ব' বিষয়টি বুঝিয়ে
লেখ।
প্রশ্ন ৪। কোন ধরনের ব্যবসায়ে গোপনীয়তা
বেশি রক্ষা পায়? ব্যাখ্যা কর।
প্রশ্ন ৫। পরিমেল নিয়মাবলি বলতে কী বোঝায়?
প্রশ্ন ৬। যৌথমূলধনি ব্যবসায় বলতে কী বোঝায়?
ব্যাখ্যা কর।
প্রশ্ন ৭। কোম্পানির নিবন্ধনপত্র কীভাবে
সংগ্রহ করতে হয়।
প্রশ্ন ৮। অসীম দায় বলতে কী বোঝায়?
অধ্যায় ৬ ব্যবসায় পরিকল্পনা
প্রশ্ন ১। পরিকল্পনা ব্যবসায় ভবিষ্যৎ কাজের
প্রতিচ্ছবি- ব্যাখ্যা কর।
প্রশ্ন ২। একজন উদ্যোক্তা কীভাবে প্রকল্প
নির্বাচন করে?
প্রশ্ন ৩। ব্যবসায়ে সফল হতে সুষ্ঠু পরিকল্পনা
প্রয়োজন কেন?
প্রশ্ন ৪। নগদ প্রবাহ বিবরণী কী?
প্রশ্ন ৫। পণ্য ধারণা বলতে কী বোঝায়?
প্রশ্ন ৬। চলতি মূলধন ও স্থায়ী মূলধন বলতে
কী বোঝায়?
প্রশ্ন ৭। ম্যাক্রোস্ক্রিনিং বলতে কী বোঝায়?
প্রশ্ন ৮। শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল
কোন পরিবেশ থেকে আসে? বুঝিয়ে লেখ।
অধ্যায় ৮ ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
প্রশ্ন ১। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ
লেখ।
প্রায় ২। মুক্ত নেতৃত্ব বলতে কী বোঝায়?
প্রশ্ন ৩। আমলাতান্ত্রিক নেতৃত্বের ধরন
ব্যাখ্যা কর।
প্রশ্ন ৪। আমলাতান্ত্রিক নেতৃত্ব বলতে
কী বোঝায়?
প্রশ্ন ৫। নেতাকে অবশ্যই দূরদর্শীসম্পন্ন
হতে হয়- ব্যাখ্যা কর।
প্রশ্ন ৬। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা
প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারে না কেন?
প্রশ্ন ৭। জেন্ডার সচেতনতা বলতে কী বোঝায়?
ব্যাখ্যা কর।
প্রশ্ন ৮। ব্যবসায়ের অর্থায়ন বলতে কী বোমায়
ব্যাখ্যা কর।
প্রশ্ন ৯। 'ব্যবস্থাপনা হলো একটি দলগত
প্রক্রিয়া ব্যাখ্যা কর।
অধ্যায় ৯ বিপণন
প্রশ্ন ১। প্রমিতকরণ বলতে কী বোঝ?
প্রশ্ন ২। বণ্টনপ্রণালি বলতে কী বোঝ? ব্যাখ্যা
কর।
প্রশ্ন ৩। নতুন পণ্য বাজারে পরিচিতির মাধ্যমটি
ব্যাখ্যা কর।
প্রশ্ন ৪। বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি
কী কী?
প্রশ্ন ৫। একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক
গুণাবলি ব্যাখ্যা কর।
প্রশ্ন ৬। প্রাচীরপত্র ও প্রচারপত্র বলতে
কী বোঝায়?
প্রশ্ন ৭। মোড়কিকরণ কাকে বলে?
প্রশ্ন ৮। পর্যায়িতকরণ কী? ব্যাখ্যা কর।
অধ্যায় ১১ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
প্রশ্ন ১। সততা ব্যবসায়ের মূল্যবান সাম্পদ'
ব্যাখ্যা কর।
প্রশ্ন ২। প্রতিটি শিল্পকারখানায় বাধ্যতামূলক
বর্জ্য শোধনাগার থাকা প্রয়োজন কেন?
প্রশ্ন ৩। ব্যবসায়ের নৈতিকতা বলতে কী বোঝায়?
ব্যাখ্যা কর।
প্রশ্ন ৪। 'পণ্যের মজুদদারি না করা' কোন
ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা
প্রশ্ন ৫। পরিবেশ দূষণ রোধে করণীয় কী?
প্রশ্ন ৬। আচরণের মানদন্ড কী? ব্যাখ্যা
কর।
প্রশ্ন ৭। একজন ব্যবসায়ীর সমাজের প্রতি
দায়বল্পতা কী কী?
প্রশ্ন ৮। সামাজিক দায়বদ্ধতার একজন ব্যবসায়ীর
জন্য পুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর
প্রশ্ন ৯। সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?
ব্যাখ্যা কর।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url