রেওয়ামিল প্রস্তুত
_20250219_225234_0000.png)
রেয়ামিল কি? রেওয়ামিল কাকে বলে?
খতিয়ান বা হিসাবের ডেবিট উদ্বৃত্ত সমূহের যোগফল এবং ক্রেডিট উদ্বৃত্ত সমূহের যোগফল এর মিল আছে কিনা তা যাচাই করার জন্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে।
রেওয়ামিল ইংরেজি কি?
রেওয়ামিল ইংরেজি Trail Balance
রেওয়ামিল কেনো তৈরি করা হয়?
রেওয়ামিলের ১ম উদ্দেশ্য হিসাবের অর্থাৎ খতিয়ানের নির্ভুলতা যাচাই করা এবং ২য় উদ্দেশ্য হল রেওয়ামিল এর মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুত সহজ করা।
তবে এটি হিসাবের কোনো প্রধান বই নয় বরং ঐচ্ছিক বই। কারো ইচ্ছা হলে এটি প্রস্তুত করতে পারে, আবার নাও পারে।
রেওয়ামিল প্রস্তুতের নিয়ম কি?
১. রেওয়ামিলের ছক আঁকা।
২. রেওয়ামিলের বিবেচ্য বিষয় সমূহ জানা।
৩. হিসাব পোস্টিং এর নিয়ম জানা
ব্যয়, সম্পদ, উত্তোলন এর টাকা ডেবিট দিকে বসবে।
আয়, দায়, মূলধন এর টাকা ক্রেডিট দিকে বসবে।
ব= ব্যয়
স= সম্পদ
উ= উত্তোলন
বসউ = ডেবিট
আ= আয়
দা= দায়
মূ= মূলধন
আদামূ = ক্রেডিট
৪. ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল ফল সমান করা।
রেওয়ামিলে কি কি এন্ট্রি বা হিসাব আসবে না?
রেওয়ামিলে যেসকল হিসাব অন্তর্ভুক্ত হয় না
১. সমাপনী মজুদ পণ্য বা অবিক্রিত পণ্য।
২. প্রারম্ভিক সম্পদ সমুহঃ প্রা. হাতে নগদ, প্রা. ব্যাংক জমা, প্রা. দেনাদার।
২. প্রারম্ভিক সম্পদ ও দায় সমুহঃ প্রা. ব্যাংক জমাতিরিক্ত, প্রা. পাওানাদার,।
৩. সম্ভাব্য দায়: (যেমন, বিচারাধীন মামলার কারণে সৃষ্ট দায়)
৪. সম্ভাব্য সম্পদ: (যেমন, বিমা দাবি)
সংক্ষেপে, রেওয়ামিলে শুধুমাত্র সেইসব হিসাবগুলো অন্তর্ভুক্ত হয় যেগুলো খতিয়ানের জের থেকে সরাসরি পাওয়া যায় এবং যেগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করা প্রয়োজন। কিন্তু উপরে উল্লেখিত হিসাবগুলো রেওয়ামিলের বাইরে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় সমন্বয় করা হয়। তাই এইগুলা রেওয়ামিলে আসে না।
বিশেষ দ্রষ্টব্যঃ হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী পাওনা/পাওনাদার/প্রদেয় বাট্টা সঞ্চিতি ধার্য করা উচিত নয়।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url