অধ্যায় ১: হিসাব বিজ্ঞান পরিচিতি || Introduction to Accounting
বাক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অগণিত ও বৈচিত্রযময় আর্থিক ঘটনা দেখা যায়। নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ছাড়া এ সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও অবস্থা জানা কঠিন।
হিসাববিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যেখানে সংঘটিত আর্থিক ঘাটনাসমুহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। হিসাববিজ্ঞান আর্থিক লেনদেলসমূহের সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের ফলাফল ও অবস্থা নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে।
হিসাব বিজ্ঞানের ধারণা
হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ
হিসাব তথ্যের ব্যবহারকারী
সমাজ ও পরিবেশের সথে হিসাব ব্যবস্থার সম্পর্ক
মূল্যবোধ ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা
এই অধ্যায়ের মূল বইয়ের MCQ
এই অধ্যায়ের বোর্ড পরীক্ষার MCQ
এই অধ্যায়ের টেস্ট পরীক্ষার MCQ
[নোট: এই অধ্যায়ের কোন সৃজনশীল নাই।]
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url