পড়া বুঝার ও মনে রাখার কৌশল
যারা অল্প পরেই সেই পড়াটা মাথায় রাখতে চাও তাদের জন্য একটা পড়ার শর্টকাট এবং কার্যকরী টিপস।
যেকোনো পড়া পড়তে কিছু প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে।কি পড়ছি?
কেন পড়ছি? উদ্দেশ্য
যেটা পড়ছি সেটা কিভাবে কাজ করে?
এটা না পড়লে কি কি ক্ষতি হবে।
এটার প্রশ্ন কেমন..
১. লেকচার শুনা: যা জানতে চাও প্রথমে সেই বিষয়ে একটা লেকচার পড় অথবা শুনো।
২. নোট ও সূত্র পড়া : তারপরে এই লেকচারের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ লাইন বা সূত্র এগুলা করো প্রয়োজনে মুখস্ত করে নাও।
৩. নৈবত্তিক পরীক্ষা ও সমাধান করা: এই টপিকের উপর ভিত্তি করে ২০ নম্বর এর একটি নৈব্যত্তিক পরীক্ষা দাও।
৪. স্কুল এন্ড কলেজ এর সৃজনশীল প্রশ্ন সমাধান করা: যে টপিকটি পরেছ সেই টপিকটির উপর যে সকল স্কুল অথবা কলেজের প্রশ্ন পাওয়া যায় সেগুলো সমাধান কর।
৫. বোর্ড সৃজনশীল এর উপর পরীক্ষা দেয়া: এই টপিকের যেকোন একটি বোর্ডের প্রশ্নের উপর পরীক্ষা দাও।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url