লেনদেন এর প্রভাব দেখাও
লেনদেন এর প্রভাব হল হিসাব সমীকরণের উপাদান সমূহের মধ্যে লেনদেনের কি প্রভাব পড়ে অর্থাৎ কোন উপাদান কমে বা কোন উপাদান বাড়ে তা ব্যাখা করা। হিসাব সমীকরণে লেনদেন এর প্রভাব বুঝতে পাড়ার মাধ্যমেই মূলত শুরু হয় হিসাব বিজ্ঞান শেখা। লেনদেন এর প্রভাব ১০০% গুরুত্তপূর্ণ অংক। এটি সব পরীক্ষাতেই আসে ।
লেনদেনের প্রভাব দেখানো শিখতে আমাদের যা যা জানতে হবে
প্রশ্ন যেমন হয়?
হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবলেনদেনগুলো দ্বারা সমীকরণের উপর প্রভাব দেখাও
লেনদেন গুলোর মাধ্যমে প্রমাণ কর যে, A=L+OE
আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব দেখাও
লেনদেনগুলো দ্বারা দেখাও যে, A=L+OE
লেনদেন গুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও

১. লেনদেনের ফলে হিসাব সমীকরণ কি কি প্রভাব পড়ে?
লেনদেনের ফলে কিভাবে হিসাব সমীকরণের ৫ ধরনের পরিবর্তন হয়। যথাঃ
১. সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে।
২. সম্পদ কমলে পেলে মালিকানা সত্ত্ব কমবে।
৩. দায় বৃদ্ধি পেলে মালিকানা কমবে।
৪. দায় কমলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে।
৫. একটি সম্পদ কমলে অপর একটি সম্পদ বৃদ্ধি পাবে।
৬. মালিকানা স্বত্ব এর একটি উপাদান বাড়লে বা কমলে মালিকনা স্বত্ব এর অন্য একটি উপাদান কমবে বা বাড়বে। যেমন: পণ্য উত্তোলন।
৩. হিসাব সমীকরণ ছক কেমন?

৪. হিসাব সমীকরণের অংক করার নিয়ম
১. প্রথমে লেনদেন শনাক্ত করে তার থেকে ২টি হিসাব খাত চিহ্নিত করতে হবে।
২. তারপর লেনদেন এর শ্রেণী শনাক্ত করে তা বৃদ্ধি নাকি হ্রাস পেয়েছে তা বুঝতে হবে।
৩. লেনদেন সমুহে কয়টি সম্পদ ও কয়টি দায় আছে তা খেয়াল করতে হবে।
৪. সম্পদ ও দায়ের সংখ্যা অনুযায়ী উপরের নমুনা ছকের মত হিসাব সমীকরন এর ছক আঁকতে হবে।
৫. লেনদেন এর প্রভাবে সম্পদ ও দায় বাড়লে সংখ্যাটি + করতে হবে।
৬. লেনদেন এর প্রভাবে সম্পদ ও দায় কমলে সংখ্যাটি (-) করতে হবে।
৭. এভাবে সবগুলো লেনদেন এর প্রভাব অনুযায়ী পোস্টিং ও যোগ/বিয়োগ করতে হবে।৮. মোট সম্পদ ও মোট দায় + মালিকানা স্বত্ব এর পরিমাণ নির্ণয় করে জের টেনে ছক বন্ধ করতে হবে।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url