কন্ট্রা এন্ট্রি ও রিভার্স এন্ট্রি Contra Entry & Reverse Entry
কন্ট্রা এন্ট্রি (Contra Entry) কি?
যে সকল লেনদেনের কারণে নগদ টাকা কমে কিন্তু ব্যাংকে বাড়ে, অথবা ব্যাংকে কমে কিন্তু নগদে বাড়ে, সেগুলোকে কন্ট্রা এন্ট্রি বলা হয়। এই লেনদেনগুলো নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকেই লিপিবদ্ধ হয়।
কন্ট্রা এন্ট্রি কোনগুলো?
*নগদ টাকা বাড়লে ব্যাংকের টাকা কমে
ব্যাংক হতে উত্তলন।
ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে টাকা উত্তোলন করা হলে।
ব্যবসার প্রয়জনে চেক ইস্যু করলে।
*নগদ টাকা কমলে ব্যাংকের টাকা বাড়ে
ব্যাংকে হিসাব খোলা হলে।
ব্যাংকে টাকা জমা দেওয়া হলে।
ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ।কন্ট্রা এন্ট্রির পোস্টিং
কন্ট্রা এন্ট্রি নগদান বইয়ের দুই দিকেই বসে। কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে, প্রাপ্তি প্রদান উভয় দিকে সংশ্লিষ্ট টাকার কলামে (নগদ বা ব্যাংক) টাকা বসিয়ে হিসাবের কলামে বিপরীত হিসাবের নাম লেখা হয় এবং না খতিয়ান পৃষ্ঠা কলামে ('C') বা ('ক') দেওয়া হয়।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url