HSC Accounting 1st paper Dhaka board 2024 Test Paper
HSC হিসাব বিজ্ঞান ঢাকা বোর্ড ২০২৪
ক বিভাগ
১৮ ছোঁয়া
এন্টারপ্রাইজ এর ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের রেওয়ামিল নিম্নরূপ:
ছোঁয়া এন্টারপ্রাইজ
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৩
হিসাবের নাম |
ডেবিট টাকা |
ক্রেডিট টাকা |
ক্রয় ও বিক্রয় |
৭০,০০০ |
১,৫৪,০০০ |
প্রারম্ভিক মজুদ পণ্য |
৪৩,০০০ |
|
উত্তোলন ও মূলধন |
১৫,০০০ |
৮১,৪০০ |
আসবাবপত্র |
৬০,০০০ |
|
বেতন |
৫,০০০ |
|
পরিবহন |
২,০০০ |
|
প্রদেয় হিসাব |
|
৩,৬০০ |
প্রাপ্য হিসাব |
৩০,০০০ |
|
ভাড়া |
১২,০০০ |
|
কর ও অভিকর |
২,০০০ |
|
|
২,৩৯,০০০ |
২,৩৯,০০০ |
অন্যান্য
তথ্যাদি:
(১)
সমাপনী মজুদ পণ্য ২৫,০০০ টাকায়
মূল্যায়িত হয়েছে। যার বাজারমূল্য
২০,০০০ টাকা;
(২) উপ-ভাড়া বকেয়া রয়েছে ৩,০০০ টাকা;
(৩) বিক্রয়ের মধ্যে ৫,০০০ টাকার
আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে;
(৪) অনাদায়ি পাওনা ৬০০ টাকা। প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি ধরতে
হবে;
(৫) আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করা হয়।
ক. প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য
টাকার পরিমাণ নির্ণয় কর।
খ. উক্ত
বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয়
কর।
গ. নিট
মুনাফা ৩০,৪৩০ টাকা ধরে ৩১ ডিসেম্বর তারিখে
প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
২. ধানসিঁড়ি ট্রেডার্সের ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের রেওয়ামিল নিম্নরূপ:
ধানসিঁড়ি ট্রেডার্সে
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৩
হিসাবের নাম |
ডেবিট টাকা |
ক্রেডিট টাকা |
নগদ ও ব্যাংক জমা |
১০,০০০ |
|
প্রারম্ভিক মজুদ পণ্য |
৩০,০০০ |
|
ক্রয় ও বিক্রয় |
৯০,০০০ |
১,২৫,০০০ |
মূলধন |
|
১,১০,০০০ |
উত্তোলন |
১০,০০০ |
|
১০% ঋণ (০১-০৭-২০২৩) |
|
৮০,০০০ |
মজুরি |
১২,৫০০ |
|
বেতন (১০ মাস) |
৩০,০০০ |
|
বিজ্ঞাপন |
১৫,০০০ |
|
আসবাবপত্র |
৫০,০০০ |
|
প্রাপ্য হিসাব |
৪২,৫০০ |
|
প্রদেয় হিসাব |
|
২৫,০০০ |
১২% বিনিয়োগ (০১-০৩-২৩) |
৫০,০০০ |
|
|
৩,৪০,০০০ |
৩,৪০,০০০ |
অন্যান্য
তথ্য:
(১)
সমাপনী মজুদ পণ্য ৫৫,০০০ টাকা
মূল্যায়নের পর ১৫,০০০ টাকার পণ্য
আগুনে বিনষ্ট হয়েছে;
(২) নমুনামাফিক পণ্য বিতরণ ৬,০০০ টাকা।
বিজ্ঞাপনের ১/৩ অংশ অবলোপন কর;
(৩) প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা
আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি কর;
(৪) আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য কর।
ক.
বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় কর।
খ. মোট
লাভ ৭০,০০০ টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
গ. ৩১
ডিসেম্বর ২০২৩ তারিখে প্রতিষ্ঠানের দায় ও মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় কর।
খ বিভাগ
৩. মিস হাওয়া একজন স্থপতি। ১ জানুয়ারি, ২০২৩ তারিখে তিনি নগদ ৬০,০০০ টাকা, ২০,০০০ টাকার আসবাবপত্র এবং ১৫,০০০ টাকা ঋণ
নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন। উক্ত মাসে লেনদেনগুলো নিম্নরূপ:
জানু. ২ ধারে সেবা প্রদান ২০,০০০ টাকা।
জানু. ৫ ধারে সাপ্লাইজ ক্রয় ১,০০০ টাকা।
জানু. ১৬ ভাড়া প্রদান ৩,০০০ টাকা।
জানু. ৩১ ঋণ পরিশোধ ৪,৫০০ টাকা।
ক. প্রারম্ভিক মূলধনের পরিমাণ
নির্ণয় কর।
খ.
লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।
গ.
টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও।
৪
মেসার্স এস কে ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। ২০২৩
সালের মার্চ মাসের সম্পাদিত ব্যবসায়িক লেনদেনগুলো নিম্নরূপ:
মার্চ ১ খুচরা নগদ উদ্বৃত্ত ১৫০ টাকা।
মার্চ ১ প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি ৭৫০ টাকা।
মার্চ ২ কার্বন, রাবার ও পেনসিল
ক্রয় ৭৫ টাকা।
মার্চ ৫ কাগজ ক্রয় ৬০ টাকা।
মার্চ ৮ রিকশা ভাড়া ৪০ টাকা।
মার্চ ৯ বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় ১,৮০০ টাকা।
মার্চ ১০ ইন্টারনেট ব্যয় ১২০ টাকা।
মার্চ ১২ বাস ভাড়া প্রদান ৫০ টাকা।
মার্চ ১৪ পুরাতন খবরের কাগজ বিক্রয় ৯০ টাকা।
মার্চ ১৮ ডাক খরচ প্রদান ৩০ টাকা।
মার্চ ২২ চা, চিনি ও বিস্কুট
ক্রয় ৩৪০ টাকা।
মার্চ ২৭ মনিহারি খরচ প্রদান ৫০ টাকা।
মার্চ ৩১ পিয়নকে বকশিশ প্রদান ৪০ টাকা।
ক. খুচরা
নগদান বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিত কর।
খ. একটি
অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি কর।
গ.
অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত কর।
৫. ২০২৩ সালের ৩০ জুন তারিখে সাহা স্টোরস্ এর নগদান বই অনুযায়ী
ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা কিন্তু
ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর
উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায়:
(i) ৮,০০০ টাকা ও ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে
পরিশোধের জন্য ব্যাংকে ৮,০০০ টাকার চেকটি
উপস্থাপিত হয়েছে।
(ii) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১,৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(iii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৩,০০০ টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(iv) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(v) ব্যাংক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা এবং মঞ্জুরিকৃত সুদ ৮০০ টাকা নগদানভুক্ত হয়নি।
ক. ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার
পরিমাণ নির্ণয় কর।
খ. (ii), (iv) ও (v) নং দফার জাবেদা
দাখিলা দেখাও।
গ.
উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
৬. ৩১ ডিসেম্বর তারিখে শিহাব ট্রেডার্স এর বইতে রেওয়ামিল তৈরি
করার পূর্বে নিম্নলিখিত অশুদ্ধিগুলো ধরা পড়ে:
(১) জনাব রহিমের নিকট হতে প্রাপ্ত ১২,০০০ টাকা জনাব হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে।
(২) মালিক কর্তৃক ৫,০০০ টাকার পণ্য
উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে।
(৩) জনাব কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা ভুলবশত বহিঃফেরত বইতে লিপিবদ্ধ করা হয়েছে।
(৪) বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা ভুলবশত
বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে।
ক. ১নং ও ২নং ভুলের শ্রেণি
উল্লেখপূর্বক সমষ্টি নির্ণয় কর।
খ.
উদঘাটিত ভুলের সংশোধনী জাবেদা লেখ।
গ.
বিক্রয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা বিবেচনা করে বিক্রয় হিসাব তৈরি কর।
৭. মনিকা ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া
হয়েছে:
২০২৩
জানু. ১ ১,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করলেন।
জানু. ৫ পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল ৩০,০০০ টাকা।
জানু. ৮ ১০% বাট্টায় পণ্য ক্রয় ৩০,০০০ টাকা যার ৪০% বাকি রয়েছে।
জানু. ১৫ তুলি স্টোর্স এর নিকট হতে ৫% বাট্টা বাদে ৩৩,২৫০ টাকা আদায় হলো।
জানু. ১৮ ৮ তারিখে ধারে ক্রয়ের অর্থ ৫% বাট্টা বাদে পরিশোধ করা
হলো।
জানু. ২১ নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।
জানু. ২৮ এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৫,০০০ টাকা।
জানু. ৩০ দোকান ভাড়া প্রদান করা হলো ৩,০০০ টাকা।
জানু. ৩১ অকেজো কাগজ বিক্রয় ২০০ টাকা।
ক. বাট্টা খরচের পরিমাণ নির্ণয়
কর।
খ. নগদ
প্রাপ্তি জাবেদা তৈরি কর।
গ. নগদ
প্রদান জাবেদা তৈরি কর।
৮. খান অটো ২০২৩ সালের ১ জুলাই তারিখে ১০,০০,০০০ টাকা
মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির উপর ১৫% ভ্যাট প্রদান করা হয়। মেশিনটির
জন্য আনয়ন খরচ ১০,০০০ টাকা ও
সংস্থাপন খরচ বাবদ ১৫,০০০ টাকা প্রদান
করা হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৪ বছর। মেশিনটির জীবনকাল শেষে অনুমিত
ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে ১,৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়
ধার্য করে।
ক. চার বছরের অবচয় দেখিয়ে একটি
অবচয় সারণি তৈরি কর।
খ.
প্রতিষ্ঠানের বইয়ে প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।
গ.
প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রদর্শন কর। (প্রথম দুই
বছর)
৯. ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অনন্যা ট্রেডার্স এর রেওয়ামিল ও
অন্যান্য তথ্য উপস্থাপন করা হলো:
অনন্যা ট্রেডার্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৩
হিসাবের নাম |
ডেবিট টাকা |
ক্রেডিট টাকা |
নগদ |
৭৮,০০০ |
|
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব |
৬০,০০০ |
৪৩,০০০ |
সাপ্লাইজ |
১২,০০০ |
|
বিজ্ঞাপন খরচ |
৩৬,০০০ |
|
আসবাবপত্র ও অফিস সরঞ্জাম |
২,০০,০০০ |
|
পুঞ্জীভূত অবচয়, আসবাবপত্র ও অফিস সরঞ্জাম |
|
২০,০০০ |
মূলধন |
|
২,১৭,০০০ |
বিমা খরচ |
১৮,০০০ |
|
১২% প্রদেয় নোট (০১-০৭-২৩) |
|
৫০,০০০ |
বেতন |
৩০,০০০ |
|
ভাড়া খরচ |
৩৬,০০০ |
|
সেবা আয় |
|
১,৪০,০০০ |
|
৪,৭০,০০০ |
৪,৭০,০০০ |
সমন্বয়সমূহ:
(১) একজন
ক্লায়েন্টকে প্রদত্ত সেবা বাবদ প্রাপ্য ৬০,০০০ টাকা এখনও লিপিবদ্ধ করা হয়নি;
(২) অফিস সহায়কের মাসিক বেতনের পরিমাণ ৩,০০০ টাকা;
(৩) আসবাবপত্র ও অফিস সরঞ্জামের অনুমিত আয়ুষ্কাল ১০ বছর যার কোনো ভগ্নাবশেষ
মূল্য নেই।
ক. মোট সেবা আয় ও বার্ষিক অবচয়ের
পরিমাণ নির্ণয় কর।
খ. ২০২৩
সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা তৈরি কর। ৪
গ. দশ
ঘরবিশিষ্ট একটি কার্যপত্র তৈরি কর।
১০। জনাব
মারুফা ২০২৩ সালের ১ জানুয়ারি নগদ ৫০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা ব্যাংক
উদ্বৃত্ত নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ:
জানু. ২
নগদে পণ্য ক্রয় ৪০,০০০ টাকা।
জানু. ৫
নগদে পণ্য বিক্রয় ১,২০,০০০ টাকা।
জানু. ৮
রাফিয়ার কাছ থেকে পণ্য ক্রয় ১,৫০,০০০ টাকা।
জানু. ১২
জনাব ফিজারের কাছে পাওনা ৩০,০০০ টাকা ১০%
বাট্টায় পাওয়া গেল।
জানু. ১৫
রাওহার নিকট পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।
জানু. ২০
রাওহার নিকট পাওনা টাকা পূর্ণ নিষ্পত্তিতে ২৯,০০০ টাকা পাওয়া গেল।
জানু. ২৫
ব্যাংক থেকে উত্তোলন ৩০,০০০ টাকা।'
জানু. ২৮
ব্যাংকে জমা দেওয়া হলো ২০,০০০ টাকা।
ক. কোন কোন তারিখের লেনদেনগুলো
নগদান বইতে প্রদর্শিত হবে না তার পরিমাণ নির্ণয় কর।
খ. ১, ২, ৫ এবং ৮ তারিখের
লেনদেনগুলোর জাবেদা লেখ। (ব্যাখ্যার দরকার নেই)
গ.
লেনদেনগুলোর সাহায্যে একটি তিনঘরা নগদান বই প্রস্তুত কর।
১১. আলফা কোম্পানি লি. ২০২০ সালের ১ জানুয়ারি ১,৮০,০০০ টাকা দিয়ে
একটি মেশিন ক্রয় করে। উহার আনয়ন ও
সংস্থাপন বাবদ যথাক্রমে ৫,০০০ টাকা ও ১৫,০০০ টাকা ব্যয় নির্বাহ করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০
বছর এবং আয়ুষ্কাল শেষে উহার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা হবে বলে ধরা হলো। স্থিরকিস্তি পদ্ধতিতে ২০% হারে কোম্পানি উক্ত
মেশিনের অবচয় ধার্য এবং প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করার সিদ্ধান্ত
গ্রহণ করে।
ক. মেশিনের অবচয়যোগ্য মূল্য ও
বার্ষিক অবচয় নির্ণয় কর।
খ.
কোম্পানির প্রথম তিন বছরের মেশিন ক্রয় ও অবচয়সংক্রান্ত জাবেদা প্রস্তুত কর।
গ. মেশিন
হিসাব এবং অবচয় হিসাবের খতিয়ান প্রস্তুত কর। (প্রথম তিন বছরের জন্য)
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url