SSC Accounting Dhaka Board 2024 Test Paper
SSC হিসাব বিজ্ঞান ঢাকা বোর্ড ২০২৪
৩. রফিক ট্রেডার্সের যাবতীয় লেনদেন দু'তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখা হয়। ২০২২ সালের জুন মাসে ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ:
জুন ১ নগদ ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করল।
জুন ৫ যন্ত্রপাতি ক্রয়ের ফরমায়েশ প্রদান ১০,০০০ টাকা।
জুন ৮ বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।
জুন ১৫ মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হলো যার দাম ১,৩০,০০০ টাক।
জুন ১৮ মনিহারি দ্রব্য ক্রয় ১০,০০০ টাকা।
জুন ২৫ চেয়ার ক্রয় ২০,০০০ টাকা।
ক. লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ কত?
খ. উপরিউক্ত লেনদেনগুলোর কারণসহ ডেবিট, ক্রেডিট নির্ণয় কর।
গ. উপরিউক্ত লেনদেনের মাধ্যমে প্রমাণ কর যে, A=L+E.
৪. তন্নি এন্ড সন্স এর ২০২২ সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
মার্চ ১ নগদ ৬০,০০০ টাকা ও ৩০,০০০ টাকায় আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করল।
মার্চ ৫ ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।
মার্চ ৯ মি. রহমানের নিকট হতে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
মার্চ ১৩ পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।
মার্চ ১৮ পণ্য উত্তোলন ২,০০০ টাকা।
মার্চ ২১ প্রাপ্য কমিশন ১০,০০০ টাকা।
ক. প্রারম্ভিক মূলধন নির্ণয় কর।
খ. মালিকানাস্বত্বের পরিমাণ কত?
গ. ১ ও ৫ তারিখের লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলোর শ্রেণিবিভাগ দেখাও।
৫. পদ্মা ট্রেডার্সের জানুয়ারি ২০২২ সালের লেনদেনগুলো নিম্নরূপ:
জানু. ১ মূলধন বিনিয়োগ ১,০০,০০০ টাকা।
জানু. ৩ বিজ্ঞাপন ২৫,০০০ টাকা (৫ বছর)।
জানু. ৬ শিক্ষানবিশ সেলামি ১০,০০০ টাকা যার মধ্যে গত বছরের ২,৫০০ টাকা রয়েছে।
জানু.১২ ব্যবসা স্থানান্তর ব্যয় ২০,০০০ টাকা।
জানু.১৫ উপভাড়া ১০,০০০ টাকা।
জানু. ১৮ ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।
জানু. ২১ যন্ত্রপাতি ক্রয় ৬০,০০০ টাকা।
জানু.২৫ আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা।
জানু.৩১ ব্যক্তিগত তহবিল হতে কারবারের কর্মচারীদের বেতন প্রদান ১০,০০০ টাকা।
ক. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কত?
খ. মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয় কত?
গ. মূলধনজাতীয় প্রাপ্তি ও মূলধনজাতীয় ব্যয় কত?
৬. প্রিয়ন্তী একজন ব্যবসায়ী। ২০২২ সালের নভেম্বর মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:
নভে. ১ - ১০% বাট্টায় জনাব আরাফের নিকট হতে ১,০০০ টাকা দরে ৫০ মণ ধান ক্রয়। চালান নং ৩১৫, বহন খরচ ১,৫০০ টাকা। শর্ত ২/১০, নিট ৩০।
নভে. ৫ - ধারে বিক্রয় ৫,০০০ টাকা।
নভে. ৮ - জনাব আরাফকে ৫ মণ ধান ফেরত দেওয়া হলো।
নভে. ১৩ - জনাব মিজানের নিকট হতে ১০০ টাকা কেজি দরে ২০ মণ চাউল ক্রয়। চালান নং ২২৫, কুলি খরচ ১,৫০০ টাকা।
নভে. ১৮ - ভাড়া বকেয়া রয়েছে ৫,০০০ টাকা।
নভে. ২৫ - পুরাতন আসবাবপত্র বিক্রয় ১০,০০০ টাকা।
ক. আনুষঙ্গিক খরচের পরিমাণ কত?
খ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত কর।
গ. ক্রয় জাবেদার লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেন দ্বারা সাধারণ জবেদা প্রস্তুত কর।
৭. সিয়াম এন্ড সন্স এর মার্চ ২০২২ সালের লেনদেনগুলো নিম্নরূপ:
মার্চ ১ নগদ উদ্বৃত্ত ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ২০,০০০ টাকা।
মার্চ ৩ মাল বিক্রয় ৬০,০০০ টাকা যার ৫০% চেকে ও ২৫% নগদে।
মার্চ ৭ বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা।
মার্চ ১০ দেনাদারের ১০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা পাওয়া গেল।
মার্চ ১৩ ব্যাংক জমা ১০,০০০ টাকা।
মার্চ ১৮ পাওনাদারকে ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,৫০০ টাকা প্রদান করা হলো।
মার্চ ২১ নগদ উত্তোলন ১০,০০০ টাকা।
মার্চ ২৫ মাল ক্রয় ৪০,০০০ যার ৫০% চেকে প্রদান।
ক. নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের মোট পরিমাণ কত?
খ. ১, ৩, ১৩ ও ২১ তারিখের লেনদেনগুলো দ্বারা উপযুক্ত নগদান বই তৈরি কর।
গ. ৭, ১০, ১৮ ও ২৫ তারিখের লেনদেনগুলো দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত কর।
৮. মৌচাক এন্টারপ্রাইজের ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
ক্রয় ৪০,০০০ টাকা; প্রাপ্য বিল ১০,০০০ টাকা; ক্রয় খতিয়ানের জের ৩০,০০০ টাকা; বিজ্ঞাপন ৫,০০০ টাকা; মূলধন ৭০,০০০ টাকা; প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা; ১০% বন্ধকি ঋণ ১০,০০০ টাকা; সমাপনী মজুদ ২০,০০০ টাকা; বকেয়া বেতন ১০,০০০ টাকা; বিক্রয় ৮০,০০০ টাকা; প্রারম্ভিক হাতে নগদ ১০,০০০ টাকা; অগ্রিম ভাড়া ১০,০০০ টাকা; ১০% বিনিয়োগ ৭৫,০০০ টাকা; ব্যাংক জমা ৫০,০০০ টাকা।
ক. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ কত?
খ. উপর্যুক্ত তথ্যাদি ব্যবহার করে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের কর।
গ. মৌচাক ট্রেডার্সের একটি রেওয়ামিল প্রস্তুত কর।
৯. মৌমিতা ট্রেডার্সের ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখের নিম্নোক্ত তথ্যাবলি সংগৃহীত হয়েছে:
হিসাবের নাম | টাকা |
কাঁচামাল ক্রয় প্রত্যক্ষ মজুরি ক্রয় পরিবহন পরোক্ষ মজুরি যন্ত্রপাতির অবচয় বিক্রয় পরিবহন বিক্রয়কর্মীর বেতন শোরুম ভাড়া কাঁচামালের মজুদ (১-১-২২) কাঁচামালের মজুদ (৩১-১২-২২) চলতি কার্যের মজুদ (১-১-২২) চলতি কার্যের মজুদ (৩১-১২-২২) তৈরি পণ্যের মজুদ (১-১-২২) তৈরি পণ্যের মজুদ (৩১-১২-২২) বিক্রয় | ৭০,০০০ ১৫,০০০ ৭,৫০০ ১০,০০০ ৪,৫০০ ৭,০০০ ১৫,০০০ ১৫,০০০ ৩০,০০০ ১০,০০০ ১৫,০০০ ৭,০০০ ২৫,০০০ ১৫,০০০ ২,৫০,০০০ |
ক. ব্যবহারের উপযোগী কাঁচামালের পরিমাণ কত?
খ. মুখ্য ব্যয় ১,১২,৫০০ টাকা ধরে মৌমিতা ট্রেডার্সের উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় কর।
গ. মৌমিতা ট্রেডার্সের নিট পরিচালন মুনাফা নির্ণয় কর।
১০। জনাব মাহামুদের ২০২২ সালের ১ জানুয়ারি তারিখের পারিবারিক অবস্থা নিম্নরূপ:
বাড়ি ৩,০০,০০০ টাকা, আসবাবপত্র ১,৫০,০০০ টাকা, সঞ্চয়পত্র ৫০,০০০ টাকা; মোটর সাইকেল ৮০,০০০ টাকা; হাতে নগদ ৩০,০০০ টাকা এবং ঋণ ৪০,০০০ টাকা।
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তি সমূহ | টাকা | প্রদান সমূহ | টাকা |
হাতে নগদ বেতন রোগী দেখে প্রাপ্তি সঞ্চয়পত্রের সুদ
| ৩০,০০০ ৪,১৫,০০০ ১,০০,০০০ ২,০০০ | খাদ্যসামগ্রী ক্রয় টেলিভিশন ক্রয় খবরের কাগজ ফ্রিজ ক্রয় শিক্ষা ব্যয় গ্যাস ও পানি ডি.পি.এস জমা উদ্বৃত্ত (৩১.১২.২২) | ১,৬০,০০০ ৪০,০০০ ৫,০০০ ৬০,০০০ ৯০,০০০ ২০,০০০ ১,৫০,০০০ ২২,০০০ |
| ৫,৪৭,০০০ |
| ৫,৪৭,০০০ |
অন্যান্য তথ্য: (১) গ্যাস ও পানি ৩,০০০ টাকা বকেয়া রয়েছে।
ক. জনাব মাহামুদের প্রারম্ভিক পারিবারিক তহবিলের পরিমাণ কত?
খ. জনাব মাহামুদের পারিবারিক আয়-ব্যয় বিবরণী প্রস্তুত কর।
গ. ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে জনাব মাহামুদের পরিবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
১১. সাগরিকা ট্রেডার্স ২০২০ সালের জানুয়ারি ১ তারিখে ব্যবসা শুরু করে। উক্ত মাসে ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ:
জানু. ১ নগদ ২,০০,০০০ টাকা, ২০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করল।
জানু. ৮ পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।
জানু. ১৫ পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।
জানু. ২০ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ১০,০০০ টাকা।
ক. মালিকানাস্বত্ব হ্রাস করে এমন লেনদেনের পরিমাণ কত?
খ. উপরিউক্ত লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর।
গ. নগদান হিসাব ও ক্রয় হিসাব প্রস্তুত কর।
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url