মোট সম্পদ নির্ণয়ের নিয়ম | আর্থিক অবস্থার বিবরণী
সম্পদ কি?
যেসকল হিসাব খাত থেকে ভবিষ্যতে সুবিধা বা টাকা পাওয়া যাবে তাদেরকে সম্পদ বলে। ব্যবসায়ের সম্পদ সম্পদ হল মোট দায় ও মালিকানা স্বত্বের যোগফলের সমান।
সম্পদ কয় প্রকার?
সম্পদ চার প্রকার। যথাঃ১. স্থায়ী সম্পদ
২. দীর্ঘ মেয়াদি সম্পদ
৩. চলতি সম্পদ
৪. অলীক সম্পদ/ অসমন্বিত ব্যয়
ব্যবসায়ের মোট স্বল্প মেয়াদি, দীর্ঘ মেয়াদি, চলতি ও অলীক সম্পদকে একসাথে মোট সম্পদ বলা হয়।
স্থায়ী সম্পদঃ
যেসকল সম্পদ থেক ধ্বংস বা বিক্রি করার পূর্ব পর্যন্ত সুবিধা পাওয়া যাবে তাদেরকে স্থায়ী সম্পদ বলে। যেমনঃ
স্বর্ণ
রুপা
দালান কোঠা
আসবাবপত্র
যন্ত্রপাতি
অফিস সরঞ্জাম
যানবাহন
দীর্ঘ মেয়াদি সম্পদঃ
যেসকল সম্পদ থেকে দীর্ঘ মেয়াদে সুবিধা পাওয়া গেলেও এটির চিরস্থায়ী হয় না তাদের দীর্ঘমেয়াদি সম্পদ বলে। যেমনঃ
সঞ্চয় পত্র ক্রয়
ঋণপত্র ক্রয়
ট্রেজারি বিল
ট্রেজারি বন্ড ইত্যাদি
চলতি সম্পদঃ
যে সকল সম্পদ থেক এক বছর বা এর কম সময় সুবিধা পাওয়া যাবে তাদেরকে স্থায়ী সম্পদ বলে। যেমনঃ
ব্যাংক জমা
প্রাপ্য হিসাব/দেনাদার
প্রাপ্য আয়
অগ্রিম প্রদত্ত খরচ
অনাদায়ি আয়
সমাপনি মজুদ পণ্য ইত্যাদি
অলীক সম্পদঃ
এটি মূলত প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি খরচ যা পরে সমন্বয় করা হবে। কোন বাস্তব সম্পদ নয় তাই এটিকে ভুয়া বা অলীক সম্পদ বলে। যেমনঃ
প্রাথমিক খরচ
বিলম্বিত বিজ্ঞাপন
Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url