দায় নির্ণয় করার নিয়ম | আর্থিক অবস্থার বিবরণী

দায় কি?

দায় হল তৃতীয় পক্ষের পাওনা দাবি।

দায় কয় প্রকার?

 ব্যবসায়ের দায় দুই প্রকার। যথাঃ

১. স্বল্প মেয়াদি দায় ও
২. দীর্ঘ মেয়াদি দায়

এদের একসাথে মোট দায় বলা হয়।  

সুতরাং, মোট  দায় = দীর্ঘ মেয়াদী দায় + স্বল্প মেয়াদী দায়/ চলতি দায়

দীর্ঘ মেয়াদি দায়ঃ 

যেসকল দায় এক বছরের বেশি সময় পর পরিশোধ করা হবে তাদের দীর্ঘ মেয়াদি দায় বলে। যেমনঃ

% যুক্ত ঋণ
ব্যাংক ঋণ
বন্ধকী ঋণ
ঋণ পত্র
ডিবেঞ্চার

চলতি দায়ঃ

যেসকল দায় এক বছরের কম সময়ে পরিশোধ করা হবে তাদের স্বল্প মেয়াদি বা চলতি দায় বলে। যেমনঃ

পাওনাদার
বকেয়া খরচ
অগ্রিম আয় বা অনুপার্জিত আয়
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
স্বল্প মেয়াদি ঋণ

মোট দায় নির্ণয়ের উদ্দেশ্য কি?

১. দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায় এর পরিমাণ জানা।
২. দায়-দেনা সম্পদের কত অংশ নির্ণয়
৩. চলতি সম্পদ চলতি দায় মিটাতে যথেষ্ট কি না যাচাই করা
৪. নিট মুনাফা বিনিয়োজিত মূলধনের কত অংশ ইত্যাদি


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬