ক্রেডিট ভাউচার Credit Voucher

ক্রেডিট ভাউচার কি?

পণ্য বিক্রয়, উপভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি ইত্যাদি বিভিন্ন আয় এর জন্য যে দলীল প্রস্তুত করা হয় তাকে ডেবিট ভাউচার বলে। ক্রেডিট ভাউচারের সাথে চালান, ক্যাশমেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর সহ নগদান বইয়ের ডেবিট দিক বা প্রাপ্তির দিকে লিখতে হয়।

ক্রেডিট ভাউচার কেনো প্রস্তুত করা হয়?

এটি সাধারণত তখন তৈরি করা হয় যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যক্তি হতে অর্থ প্রাপ্তি হয়, কিন্তু সংশ্লিষ্ট লেনদেনের জন্য কোনো ইনভয়েস থাকে না।  
এটি অনানুষ্ঠানিক লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়।

ক্রেডিট ভাউচার এর বৈশিষ্ট্য:

১. সাধারণত ডেবিট ভাউচার ১ থেকে ৩ টি কপি তৈরি করা হয়।
২. বিক্রেতা/পণ্য বা সেবা প্রদানকারীর পক্ষ থেকে ক্রেডিট ভাউচার প্রস্তুত করা হয়।
৩. হিসাব বিভাগ/অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট (গ্রহীতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে) ক্রেডিট ভাউচার প্রস্তুত করে থাকে।
৪. যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যিনি অর্থ পেয়েছেন এবং লেনদেন লিখতে চান।  
৫. ক্রেডিট ভাউচারকে বলা হয় গ্রহণকারীর দলীল।

ক্রেডিটট ভাউচারের উপাদান কি কি?

   - তারিখ  
   - ভাউচার নম্বর  
   - প্রদানকারীর নাম ও ঠিকানা  
   - অর্থের পরিমাণ (ডেবিট)  
   - লেনদেনের বিবরণ  
   - প্রস্তুতকারী ও অনুমোদনকারীর স্বাক্ষর  
ক্রেডিট ভাউচার এর নমুনা

ক্রেডিট ভাউচার প্রস্তুতের নিয়ম কি?

১. উপরের নমুনা ছকের মত একটি ছক আঁকতে হবে।
২. "কমার্স ক্লান লিমিটেড" এর জায়গায় গ্রহণ প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।
৩. চালান নং প্রশ্নের যা দেয়া থাকবে তাই দিতে হবে। না দেয়া থাকলে খালি থাকবে।
৪. ক্রেতার নাম ও ঠিকানা প্রশ্নের লেনদেন অনুযায়ী দিতে হবে।
৫. তারিখ দিতে হবে প্রশ্ন অনুযায়ী।
৬. পণ্যের বিবরন ও টাকা লিখতে হবে সঠিক ভাবে।
৭. বিক্রয় শর্ত দেয়া থাকলে দিতে হবে। না দেয়া থাকলে বিক্রয় শর্ত লাইক খালি রাখতে হবে।
৮. বি দ্রঃ নমুনা ছকের মত দিতে হবে।
৯. বিক্রেতার স্বাক্ষর লিখে খালি রাখতে হবে।
ডেবিট ভাউচার সম্পর্কিত প্রশ্ন
ডেবিট ভাউচার কয়টি ও কে প্রস্তুত করে?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url