হিসাবের নাম লিখার নিয়ম

  • ১. উপরে ডেবিট হিসাব খাত নিচে ক্রেডিট হিসাব খাত লিখতে হবে।
  • ২. চেক ও পণ্যদ্রব্য নামে কোন হিসাব হবে না।
  • ৩. পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব 
  • ৪. পণ্য বিক্রিয় করলে বিক্রয় হিসাব আসবে।
  • ৫. চেকে লেনদেন হলে ব্যাংক হিসাব আসবে।
  • ৬. লেনদেন এ নগদ উল্লেখ থাকলে নগদান হিসাব আসবে।
  • ৭. পণ্য ক্রয়-বিক্রয়ের সময় শুধু নাম উল্লেখ থাকলে (নগদ বা ব্যাংক উল্লেখ না থাকলে) ধারে হয়েছে বলে ধরতে হবে।
  • ৮. পণ্য ক্রয়ের সময় নাম শুধু উল্লেখ থাকলে পাওনাদার হিসাব আসবে, নামের পাশে নগদ থাকলে নগদান হিসাব এবং নামের পাশে চেক থাকলে ব্যাংক হিসাব আসবে।
  • ৯. পণ্য বিক্রয়ের সময়  শুধু নাম উল্লেখ থাকলে দেনাদার হিসাব আসবে, নামের পাশে নগদ থাকলে নগদান হিসাব আসবে, নামের পাশে চেক থাকলে ব্যাংক হিসাব আসবে।
  • ১০. ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত থাকলে ধরতে হবে পূর্বে ধারে ক্রয় বা বিক্রয় হয়েছিল। সে ক্ষেত্রেও পাওনাদার বা দেনাদার আসবে।
  • ১১. সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় অথবা বিক্রয় এবং নতুন অথবা পুরাতন কথা লেখা যাবে না। 
  • ১২. কোনো প্রকার আয় বা ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা যাবে না।
  • ১৩. পণ্য ব্যবহার, বিতরণ, নষ্ট হলে অথবা মালিক উত্তোলন করলে ক্রয় হিসাব আসবে।
  • ১৪. প্রতিষ্ঠান হতে মালিক কোন কিছু নিলে উত্তোলন হিসাব আসবে।
  • ১৫. প্রতিষ্ঠানে মালিক কোন কিছু আনলে মূলধন হিসাব আসবে।
  • ১৬. প্রতিষ্ঠান হতে উত্তোলন - এটি মালিকের ব্যক্তিগত উত্তোলন। তখন উত্তোলন হিসাব আসবে।
  • ১৭. ব্যাংক হতে মালিকের উত্তোলন - এটি মালিকের ব্যক্তিগত উত্তোলন। তখনও উত্তোলন হিসাব আসবে।
  • ১৮. ব্যাংক হতে উত্তোলন - এটি ব্যবসায়ের উত্তোলন। তখন নগদান হিসাব ও ব্যাংক হিসাব আসবে।
  • ১৯. পণ্য, নগদ টাকা, সম্পদ ইত্যাদি চুরি বা নষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাব আসবে।
  • ২০. ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ থাকলে ব্যাংক হিসাব আসবে।
  • ২১. অবচয় থাকলে অবচয় হিসাব এবং পুঞ্জিভূত অবচয় (নাম) হিসাব আসবে।
  • ২২.পাওনাদারকে টাকা পরিশোধের সময় ছাড় পাওয়া গেলে প্রাপ্ত বাট্টা হিসাব আসবে।
  • ২৩. দেনাদার থেকে টাকা আদায়ের সময় ছাড় দেওয়া হলে প্রদত্ত বাট্টা হিসাব আসবে।
  • ২৪. কুঋণ ধার্য করলে কুঋণ হিসাব ও কুঋণ সঞ্চিতি হিসাব আসবে।
  • ২৫. কুঋণ অবলোপন করলে কুঋণ সঞ্চিতি ও দেনাদার আসবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Commerce Clan এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৫

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৬